খুলনায় শব্দদ‚ষণ বিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 40 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনায় শব্দদ‚ষণবিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ২২টি হাইড্রোলিক হর্ন জব্দের পাশাপাশি প্রায় আট হাজার আটশত টাকা জরিমানা করেছেন অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ঢাকা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া মোড়ে এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এতে সহযোগিতা করে আনসার সদস্যবৃন্দ। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা।
পরিবেশ অধিদপ্তর স‚ত্রে জানা গেছে, শব্দদ‚ষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ নয়টি বাস ও একটি ট্রাক চালককে ১০টি মামলায় মোট আট হাজার আটশত টাকা জরিমানা ধার্যপ‚র্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ২২(বাইশ) টি হাইড্রোলিক হর্ন পাইপ জব্দ করা হয়। অভিযানের সময় শব্দদ‚ষণের কুফলসংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়। শব্দদ‚ষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউশন প্রদান করেন। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!