গাভা এ,কে,এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু বিরোধী অভিযান

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 146 ভিউস

দ্যুতিদীপন বিশ্বাস: সদর উপজেলার গাভা এ,কে,এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের পার্শ্ববর্তী এলাকা সহ ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে বুধবার (১১ সেপ্টেম্বর) ডেঙ্গু বিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনার সময় সাধারণ মানুষদের ডেঙ্গু বিষয়ক বিভিন্ন সতর্কতামূলক পরামর্শ প্রদান করেন। উক্ত অভিযান পরিচালনা কালে ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংস,ঝোপ-ঝাড় পরিষ্কার করে। এছাড়াও চলাকালীন শিক্ষার্থীদের বাড়িতে যান শিক্ষকরা এবং তাদের অভিভাবকদের সাথে ডেঙ্গু নিয়ে সচেতনতার কথা বলেন। স্কুলের সিনিয়র শিক্ষক দীপঙ্কর বিশ্বাসের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আজ স্কুল চলাকালীন সময়ে সাতক্ষীরা (জেলা প্রশাসক) মহদয়ের নিকট হতে পত্র পেয়েছেন আমাদের প্রধান শিক্ষক।পত্র পাওয়ার সাথে সাথেই পত্রের বিষয়াবলি সম্পর্কে আমাদের সকল শিক্ষককে তিনি অবহিত করেন। তারই সুত্র ধরে আমরা স্কুল যথাসময়ে শেষ করেই সেখান থেকে সরাসরি এখানে এসে অভিযান পরিচালনা শুরু করেছি। আমাদের শিক্ষার্থীরাও আমাদের সাথে সহযোগিতা করছে বলে তিনি উল্লেখ করেন। উক্ত অভিযানটি জেলা প্রশাসকের পত্রের উপর ভিত্তি করে,প্রধান শিক্ষকের নেতৃত্বে,সকল শিক্ষকের সমন্বয়ে এবং শিক্ষার্থীদের সহযোগীতায় পরিচালিত হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!