গুজব প্রতিরোধে পাইকগাছার বিভিন্ন স্থানে মতবিনিময় ও পথসভা

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 92 ভিউস

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: নানা ধরনের গুজব প্রতিরোধেপাইকগাছার একাধিক স্থানে দিনব্যাপী থানা পুলিশ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মতবিনিময় ও পথ সভা করেছে। এর অংশ হিসেবে রবিবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান জিএম তাজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও শিক্ষক মহসীন আযমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ওসি এমদাদুল হক শেখ। বক্তব্য রাখেন এসআই নাজমুন আহসান, ইউনিয়ন আ’লীগ সদস্য সচিব বিভুতী ভুষন সানা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আঃ আজিজ, কলেজ শিক্ষক মশিউর রহমান, তাপস সরকার, ইউপি সদস্য হারুন জমাদ্দার, আছাবুর রহমান, আরবিন্দ মন্ডল, প্রকাশ মন্ডল, মিনতী মিস্ত্রী, মেরিনা পারভীন, রমেছা বেগম, পরিষদ সচিব ফারুক হোসেন। বিকেলে পৃথক ভাবে চারবান্ধা বাজার, সোলাদানা বাজারে পথ সভায় স্থানীয় ইউপি সদস্য বিএম আরেফিন’র সভাপতিত্বে ও পাটপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবঃ প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন ওসি এমদাদুল হক শেখ। এছাড়া চাঁদখালী, গদাইপুরসহ অনান্য ইউনিয়নেও অনুরুপ সভা অনুষ্ঠিত হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!