পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিভিন্ন গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সহ মাদক-জুয়া ইফটিজিং, বাল্যবিবাহ বা যে কোন অপরাধ প্রবনতা রোধে থানা পুলিশ বিভিন্ন শ্রেনী, পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সকালে গড়ইখালী বাজারে শহীদ মিনার চত্বরে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা রুহুল আমীন বিশ্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক আঃ আজিজের সঞ্চালনায় মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ওসি এমদাদুল হক শেখ। বক্তব্য রাখেন এসআই আবু সাঈদ, ক্যাম্প ইনর্চাজ আঃ হামিদ, প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু, আ’লীগ নেতা গাজী মিজান, অর্ধেন্দু শেখর মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আক্তার হোসেন গাইন, আঃ সাত্তার নন্টু, গাউসুর রহমান বিশ্বাস, শিক্ষক ইমতিয়াজ হোসেন, ইউপি সদস্য হান্নান গাজী প্রমুখ।
অপর দিকে একইদিন দুপুরে রাড়ুলী ইউপির বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দীপংঙ্কর দত্তের সভাপতিত্বে অনুরুপ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ওসি এমদাদুল হক শেখ। সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, শংকর দেবনাথ, প্যানেল চেয়ারম্যান আঃ হামিদ, ইউপি সদস্য আঃ সাত্তার গাজী, আঃ মজিদ গোলদার, জাহান আলী, মর্জিনা বেগম, রনজিৎ দাশ, শেখ রেজাউল করিম, শিক্ষক জিএম আজিজুল¬াহ, প্রকাশ চন্দ্র সরদার, আঃ আজিজ, মনিশ কান্তি পাল, এএসআই মঞ্জুরুল, আবুল কালাম, রমজান আলী সরদার, জলিল গাজী প্রমুখ।
গুজব প্রতিরোধে পাইকগাছার বিভিন্ন স্থানে ওসির মতবিনিময় সভা

