গুলিস্তানে বিস্ফোরণ: সেবাদানকারী সংস্থার উদাসীনতার সুযোগ নেন ভবনমালিক-ব্যবসায়ী

কর্তৃক porosh
০ কমেন্ট 27 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে গত ৭ মার্চ বিকেলে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে এ পর্যন্ত ২৩ জনের প্রাণহানি খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। আশপাশের ভবন ও স্থাপনাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে ‘বিস্ফোরক দ্রব্য আইনে’ মামলা করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গ্যাস, বিদ্যুৎ, স্যুয়ারেজসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থা, নির্মাণ ও ব্যবসায়ের লাইসেন্স দেওয়া কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা-কর্মচারীর লোভ, উদাসীনতা ও অবহেলার সুযোগ নিয়ে ভবনের মালিক এবং ব্যবহারকারীরা অপরাধজনক কাজ করেছেন। এর ফলে এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে মামলা করা হয়েছে। এ মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা। মামলায় অজ্ঞাতপরচিয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।’

ওসি বলেন, ‘অবহেলার অভিযোগে ৩০৪(ক) ধারায় মামলাটি করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, ভবনের গ্যাস সংযোগ ও নকশাসহ কী কী গাফিলতি রয়েছে। ভবন মালিকসহ সংশ্লিষ্টদের কোনো দায় আছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।’

মামলায় এজাহার উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস, বিদ্যুৎ, স্যুয়ারেজসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থা, নির্মাণ ও ব্যবসায়ের লাইসেন্স দেওয়া কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা-কর্মচারীর লোভ, উদাসীনতা ও অবহেলার সুযোগ নিয়ে ভবনের মালিক এবং ব্যবহারকারীরা অপরাধজনক কাজ করেছে। যার ফলে এতগুলো প্রাণহানি ও মালামাল ধ্বংস হয়েছে।

এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত ভবনটি যথাযথ বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। ভবনের আন্ডারগ্রাউন্ড/বেইজমেন্ট তৈরির অনুমোদনও ছিল না। তাছাড়া অবৈধভাবে নির্মাণ করা বেইজমেন্টকে বাণিজ্যিক কাজে ব্যবহারের কোনো অনুমতি না থাকা সত্ত্বেও তা নির্মাণসামগ্রী মজুত ও বিক্রি করার কাজে ব্যবহার করা হয়েছে।

‘এক সময় বাণিজ্যিকভাবে সরবরাহ করা গ্যাস লাইনে পরিচালিত কুইন্স ক্যাফের রান্নাঘরটিকেই বিভিন্ন রি-কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডেকোরেশন করে সেখানে সরবরাহকৃত গ্যাসের লিকেজজনিত সমস্যা, পয়োবর্জ্যে সৃষ্ট গ্যাস নিষ্কাশন ও সুব্যবস্থাপনার কোনো সুযোগ না রেখেই ভবনের মালিক এবং ব্যবহারকারীরা অর্থের লোভে, অবৈধভাবে বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরকে ব্যবহার করে আসছিলেন।’

এদিকে, বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দুই ভবন মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বিস্ফোরণের হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা করে পুলিশ।

গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!