গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়নি: তিতাস

কর্তৃক porosh
০ কমেন্ট 24 ভিউস

জাতীয় ডেস্ক:

গ্যাস থেকে কিংবা গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়নি বলে দাবি করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে বিল্ডিংয়ের ভেতর একটি রাইজারের আলামত পাওয়া গেছে এবং রাইজারটি অক্ষত রয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

বুধবার (৮ মার্চ) রাজধানীর সিদ্দিকবাজারে ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিতাস গ্যাস লিমিটেডের পরিচালক (অপারেশন্স) মো. সেলিম।

তিনি বলেন, ‘এ ঘটনার পর তিন পর্যায়ে আমরা তদন্ত করেছি। গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে গ্যাসের আলামত নেওয়ার চেষ্টা করছি। বিল্ডিংয়ে একটি রাইজারের আলামত পাওয়া গেছে। এটি বিধ্বস্ত হয়নি, অক্ষত অবস্থায় রয়েছে। গ্যাস ডিটেক্টর মেশিনের যে আলামত পাওয়া গেছে, গ্যাস থেকে বিস্ফোরণ হওয়ার মতো কোনও বিষয় আমরা পাইনি। তার মানে গ্যাস থেকে বিস্ফোরণ হয়নি।’

তিতাসের এই পরিচালক বলেন, ‘তদন্তের পর সব বিষয় বেরিয়ে আসবে। আমরা এখন পর্যন্ত গ্যাসের লিকেজের কারণে বিস্ফোরণ হয়েছে, এ রকম কোনও বিষয় পাইনি। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এখনই ঘটনার মূল বিষয় সম্পর্কে বলতে পারবো না।’

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরু করে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!