চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

কর্তৃক porosh
০ কমেন্ট 22 ভিউস

জাতীয় ডেস্ক:

কক্সবাজারে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৭০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়ইটার দিকে দুই ব্যক্তি আহত অবস্থায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে হাসপাতালের জরুরি বিভাগে দিয়ে চলে যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাকে চিকিৎসা দেয়া হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে, তাই লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!