চাঁপাইনবাবগঞ্জে ককটেল ফাটিয়ে শ্রমিকদের মজুরির টাকা ছিনতাই

কর্তৃক porosh
০ কমেন্ট 21 ভিউস

জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঠিকাদারের ম্যানেজারের কাছ থেকে বাঁধ নির্মাণ কাজের শ্রমিকদের মজুরির টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ম্যানেজার আব্দুল মমিন শাহিন আলীকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চর ঘোড়াপাখিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

জানা গেছে, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর এলাকায় ৮ নম্বর বাঁধে ৮ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার বেড়িবাঁধের কাজ গত ৩ মার্চ থেকে শুরু হয়। এরপর থেকেই বড় মরাপাগলা গ্রামের কথিত ঠিকাদারের ম্যানেজার আব্দুল মমিন শাহিনকে চাপ দিয়ে আসছিল ঠিকাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের জন্য। কিন্তু তিনি এতে কর্ণপাত করেননি। এদিকে গতকাল মঙ্গলবার শবেরাতের দিন বাঁধের শ্রমিকদের মজুরি দেয়ার জন্য ৪লাখ ৭০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যান ম্যানেজার আব্দুল মমিন শাহিন। এক পর্যায়ে বিকাল ৩টার দিকে সন্ত্রাসী নয়ন ১০-১২ জনকে সাথে নিয়ে বাঁধ এলাকায় গিয়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ম্যানেজার শহিনকে লোহার রড দিয়ে মাথা ও শরীরে বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে ম্যানেজারের ব্যাগে থাকা ৪ লাখ ৭০ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়রা আব্দুল মমিন শাহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অপরাধীদের গ্রেফতারে তৎপর রয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!