জন্মদিনে ভক্তদের যে বার্তা দিলেন শাকিব খান

কর্তৃক porosh
০ কমেন্ট 50 ভিউস

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার বর্তমানের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডের সিনেমায় অভিনয় করে দর্শককে মাতিয়ে রেখেছেন এ অভিনেতা।

জীবনের ৪৪ বসন্ত পার করেছেন মঙ্গলবার (২৮ মার্চ)। জন্মদিন উপলক্ষে অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনদের শুভেচ্ছায় ভেসেছেন এ নায়ক।

ভক্তদের ভালোবাসার প্রতিদান হিসেবে বুধবার (২৯ মার্চ) দুপুরে ভক্ত-অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন।

শাকিব খান লিখেছেন, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। গতকাল (২৮ মার্চ) আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এ ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে বাকি জীবনটা পার করতে চাই।

শাকিব খান অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৯ সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় দেখা যায় তাকে। ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পেয়েছিল সিনেমাটি। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন ইরিন জামান। যদিও শাকিব অভিনীত প্রথম সিনেমা ‘সবাই তো সুখী হতে চায়’।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এছাড়া অসংখ্য সম্মাননা ঘরে তুলেছেন তিনি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!