জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন করলেন ডিসি

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 121 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নেতৃত্বে সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় মঙ্গলবার সকাল ১০.৩০ টায় জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময়ে তাঁর সাথে উপস্থিত ছিলেন রনি আলম নুর, এসিল্যান্ড, সাতক্ষীরা সদর, শফিকুদ্দৌলা সাগর, কাউন্সিলর ০৯ নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা, জিল্লুর রহমান, ডিবিসি জেলা প্রতিনিধি, এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। এ কাজের অংশ হিসেবে জেলা প্রশাসক রসুলপুর শিশু হাসপাতালে যান এবং ডাক্তার ও রোগীদের সাথে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং সকলকে তাদের বাড়িতে গিয়ে ভাঙ্গা হাড়ি-পাতিল, ডাবের খোলা, টায়ার, পানির পাত্র, প্লাস্টিকের পাত্রসহ যে সকল স্থানে স্বচ্ছ পানি জমে সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন করার পরামর্শ দেন। সাতক্ষীরার প্রতিটি বাড়ির প্রতিটি মানুষের নিকট ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক বার্তা না পৌঁছানো পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!