জামায়াত নেতা খালেক মন্ডলের বড় পুত্রের হৃদরোগে মৃত্যু

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 104 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডলের বড় ছেলে প্রভাষক জুলিফকর রহমান বুলবুল মারা গেছেন। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা হৃদরোগ ইন্সটিউট হাসপাতালে তিনি মারা যান।

অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডলের ছোট ছেলে প্রভাষক শামিম জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সৌদি থেকে হজ্জ্ব করে সে ঢাকা বিমান বন্দরে পৌছালে তার বড় ভাই জুলিফকর রহমান বুলবুল তাকে রিসিভ করেন।এর পর বড় ভাই জুলিফকর রহমান বুলবুল ঢাকস্থ তার শ্যালকের বাড়িতে অবস্থান করেন। সন্ধা সাড়ে ৭টার দিকে তার ভাই জুলফিকার রহমান বুলবুলের বুকে ব্যথ্যা অনুভব করলে প্রথমে ডাক্তারের পরামর্শ নেয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা হৃদরোগ ইন: হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে নেয়া হলে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

মরহুমের পিতা অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা সদর আসন থেকে জাতীয় সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি সদর উপজেলা চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি আগরদাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

প্রভাষক জুলিফকর রহমান বুলবুল দাতভাঙ্গা কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ ছিলেন। সর্বশেষ তিনি আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসায় অধ্যাপনা করতেন।

মরহুম জুলিফকর রহমান বুলবুলের প্রথম জানাযা আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) যে কোন সময় ঢাকাতে অনুষ্ঠিত হতে পারে। মরহুমের পিতা মাওলানা আব্দুল খালেক মন্ডল যুদ্ধপরাধ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। ছেলের জানাজা নামা পড়ানোর জন্য কারা প্রধানের কাছে আবেদন করবেন বলে তার পরিবার সূত্র জানা গেছে।

আগামি কাল রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার খলিল নগরে মরহুম জুলিফকর রহমান বুলবুলের জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!