জাল দলিল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মুকুল গাজী জেল হাজতে

কর্তৃক porosh
০ কমেন্ট 48 ভিউস

স্টাফ রিপোর্টার, দেবহাটা:

জাল দলিল করে সম্পত্তি আত্মসাৎতের চেষ্টায় মুকুল গাজী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের সুশান্ত কুমার দাশের ছেলে সুদিপ্ত কুমার দাশ গংদের জমি যার মৌজা- পনিতরচক, এস এ খতিয়ান নং-২১, বিআরএস নং-২২,সাবেক দাগ-৩১৩/২৩৫হালদার ৪১৯,৪৭৬,৪৭৭ এই দাগের জমি একই গ্রামের মাওলা বক্স গাজীর পুত্র মুকুল গাজী (৪২) জাল দলির করিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিলো। সুদিপ্ত কুমার দাশ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাতক্ষীরা জজ কোর্ট বরাবর একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে ১৬মার্চ বৃহস্পতিবার মাননীয় চীপ জুডিশিয়াল ম্যাজিট্রেড নিকট বিচারাধীন ছিলো। কোটে বিচার পূর্বক জাল দলিল প্রমানিত হওয়ায় মুকুল গাজীকে জেল হাজতে প্রেরন করেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!