জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জরুরি পর্যালোচনা সভা

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 138 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জরুরি পর্যালোচনা সভা জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে সোমবার বিকাল ৪.০০ টায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য অতিথিদের মধ্যে মো: বদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দেবাশীষ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর, মো: স্বজল মোল্লা, নেজারত ডেপুটি কালেক্টর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাতক্ষীরা সদর ও সাতক্ষীরার বিভিন্ন স্কুল/কলেজ/মাদ্রাসার প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারগণ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলার সকল পৌরসভা, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বর, গ্রাম পুলিশ, সার্ভেয়ার, ন্যাশনাল সার্ভিসের সদস্য ও অন্যান্য সুধিজনের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা কমিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙ্গা হাড়ি-পাতিল, ডাবের খোলা, টায়ার, পানির পাত্র, প্লাস্টিকের পাত্রসহ যে সকল স্থানে স্বচ্ছ পানি জমে সেগুলো পরিস্কার করছেন ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন সে কার্যক্রম সম্পর্কে সভাপতি সভায় সকলকে অবহিত করেন এবং তাদের বাড়ির আশপাশে এ কার্যক্রম কিভাবে চলছে সে বিষয়ে জানতে চান। সভায় উপস্থিত সকলকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমকে নিজের মনে করে আন্তরিকতার সাথে বাস্তবায়ন করার অনুরোধ জানান।সাতক্ষীরার প্রতিটি বাড়ির প্রতিটি মানুষের নিকট ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক বার্তা না পৌঁছানো পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চলবে বলে জেলা প্রশাসক জানান।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!