তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কর্তৃক porosh
০ কমেন্ট 22 ভিউস

নিজস্ব প্রতিবেদক, তালা:

সাতক্ষীরার তালা উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে দিনটি উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি,আলোচনা সভা এবং তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় । অনুষ্টানের শুরুতে র‌্যালি পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্টিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশাহানার খাতুন, রুপালী সংস্থার পরিচালক সফিকুল ইসলাম, উত্তরণের সাধনা রানী গুহ, মহিলা কলেজের শিক্ষার্থী মরিয়ম জাহান সাবাহ্ সহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে সহযোগিতার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে তেঁতুলিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান এবং দৈনিক ইত্তেফাক ও জন্মভূমি পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!