তালায় কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্ত মঞ্চের ভিত্তি প্রস্তর স্থাপন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 78 ভিউস

মো: আকবর হোসেন,তালা: তালায় মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্ত মঞ্চ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী,তালা থানার ওসি মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা পেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার,শহীদ মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল,তালা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তা আব্দুল মজিদ মোল্যা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ। ভিত্তি প্রস্তর স্থাপনের পর বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ তাওহিদুর রহমান।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!