মোঃ আকবর হোসেন,তালা: তালায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে তালা সরকারী কলেজ মাঠে জাতীর পিতা শেখ মজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)সংসদ সদস্য এড,মুস্তফা লুৎফুল্লাহ। খেলা পরিচালনা কমিটির আহবায়ক তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হকের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা সরকারী কলেজের অধ্যক্ষ মনি মোহন ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকিরের সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, সহকারী কমিশনার ভুমি মোঃ রবিউল ইসলাম। তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু, তালা উপজেলা জাতীয় শ্রমীকলীগের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল জব্বার, সার্স পরিচালক ইমান আলী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামসহ চেয়ারম্যানবৃন্দ, তালা বনিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক মোঃ আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তালা সদর ইউনিয়ন ও তেতুলিয়া ইউনিয়ন এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় তেতুলিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে তালা সদর ইউনিয়ন চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ হারুন-অর রশিদ পোকার, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ ডাবলু ।
তালায় জাতীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তালা সদর চ্যাম্পিয়ন


পূর্ববর্তী পোস্ট