আকবর হোসেন,তালা: তালায় ২৭ জুলাই শনিবার তালা বাজারে বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে সৈয়দ জুনায়েদ আকবর এবং সেক্রেটারী সূর্যকান্ত পাল বিজয়ী হয়েছে। তালা বাজার বনিক সমিতির নির্বাচনে সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ গ্রহন চলে। মোট ৪টি পদে জোর প্রতিদন্দিতা হয়। বাকী ৫টি পদে আগেই বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছিলো। মোট ভোটার সংখ্যা ৯৭২ জন। এর মধ্যে সভাপতি পদে ভোট পড়েছে ৮০৮ টি। বাতিল হয়েছে ১২ টি। প্রতিদন্দিতায় সভাপতি পদে চেয়ার মার্কা পদে সৈয়দ জুনায়েদ আকবর ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদন্দি প্রার্থী ছাতা মার্কায় মোঃ রেজাউল ইসলাম রেজা পেয়েছেন ৩১৩ ভোট। সাধারন সম্পাদক পদে আম মার্কা পদে সূর্যকান্ত পাল ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদন্দি প্রার্থী ছাতা মার্কা পদে উদয় সাধূ পেয়েছেন ২৭১ ভোট। বাতিল ভোট ২৮ টি। প্রচার সম্পাদক পদে মোবাইল মার্কা রুহুল আমিন ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদন্দি প্রার্থি আসাদুল ইসলাম মাইক পদে পেয়েছেন ২৯৫ ভোট। সদস্য পদে ফাষ্ট মেম্বর নির্বাচিত হয়েছেন মাছ ব্যবসায়ী মহিদুল ইসলাম টেবিল প্রতিক নিয়ে পেয়েছেন ৪৯৯ ভোট। সেকেন্ড মেম্বর হয়েছেন ব্যবসায়ী মোঃ শওকত পাড়, কুড়াল মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৪৭৩ টি। ৩য় স্থানে শহিদুল ইসলাম, গাভী মার্কা নিয়ে পেয়েছেন ৪৩৮ ভোট। টেবিল ফ্যান নিয়ে ৪২৯ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মোসলেম উদ্দিন। ডাব মার্কা নিয়ে ৩৫৬ ভোট পেয়ে ৫ম স্থানে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। ফেল করেছেন আমজাদ হোসেন। তিনি পেয়েছেন ২৫০ ভোট। বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সরদার কবির হোসেন,সহ-সাধারন সম্পাদক পদে কাজী লিয়াকত হোসেন,সাংগঠনিক পদে মোঃ ফটিক,দপ্তর সম্পাদক পদে সৈয়দ মিজানুর রহমান এবং নিবাপত্তা বিষয়ক সম্পাদক পদে আব্দুল হামিদ। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, তালা যুব উন্নয়ন কর্মকর্তা ওয়াবেদুল হক হাওলাদার,সদস্য সহকারী শিক্ষা অফিসার সজ্ঞয় কুমার মন্ডল এবং সদস্য সহকারী পরিদর্শক সমবায় অফিস তালা অজয় কুমার ঘোষ। নির্বাচনে আহবায়ক কমিটির দায়িত্ব পালন করেন বিশিষ্ঠ ব্যবসায়ী কল্যান বসু,জাপা নেতা আবুল কালাম আজাদ, শেখ মহাসিন উল্লাহ,সরদার মোশারফ হোসেনসহ ৯জন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,তালা সদর চেয়ারম্যান সরদার জাকির হোসেন এবং সার্স পরিচালক ইমান আলী। অত্যান্ত সুষ্ঠ ও সুন্দর ভাবে উক্ত নির্বাচন সম্পন্ন হয়েছে।
তালায় বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত


পূর্ববর্তী পোস্ট