দীপিকার ক্যারিয়ারে ধরা দিলো নতুন সফলতা

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 34 ভিউস

বিনোদন ডেস্ক:

বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন পার করছেন সফলতার অন্যরম সোনালী সময়। একেরপর এক হিট ছবি দিয়ে এবার উপস্থাপনা করবেন ৯৫ তম অস্কার অনুষ্ঠানে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে পাঠান নায়িকা নিজের ইন্সটাগ্রামে অস্কার সঞ্চালকদের একটি তালিকা প্রকাশ করেছেন। সেখানকার তালিকায় তার নিজের নামও দেখা গেছে।

দীপিকা ছাড়াও সঞ্চালকদের তালিকায় রয়েছে, ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!