দুবাই থেকে ফিরে ডানহাতে ব্যাটিং করছেন সাকিব!

কর্তৃক porosh
০ কমেন্ট 31 ভিউস

স্পোর্টস ডেস্ক:

দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধনের সমালোচনা একপাশে রেখে আয়ারল্যান্ড সিরিজে মনোযোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে ফিরে যোগ দিয়েছেন অনুশীলনে। তবে সেখানে তাকে ডানহাতে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে।

শুক্রবার (১৭ মার্চ) সিলেটে দলীয় অনুশীলনে যোগ দেন সাকিব আল হাসান। সে সময়ে তিনি নেটে ব্যাটিং অনুশীলন করেন। হঠাৎ নজর কাড়ে তার ডানহাতি ব্যাটিং দেখে।

সাকিব মূলত বাম হাতে বোলিং ও ব্যাটিং করেন। তবে এ দিন অনুশীলনের সময়ে রিভার্স সুইপ করার জন্য ডানহাতি ব্যাটিং করেন। বেশ কিছুক্ষণ এভাবে রিভার্স সুইপ খেলার চেষ্টা করে আবার বামহাতি ব্যাটিংয়ে ফিরে যান।

এই রিভার্স সুইপে খেলতে বেশি দেখা যায় মুশফিকুর রহিমকে। ব্যাটিং কৌশলটি মুশফিক এবং সাকিবের খুব পছন্দের। কিন্তু এজন্য তাদের অনেক ভুগতেও হয়েছে। দলের জরুরি মুহূর্তে রিভার্স সুইপ খেলতে গিয়ে অসংখ্যবার আউট হয়েছেন মুশফিক, তাতে সমালোচনার শিকারও হয়েছেন তিনি।

এ দিকে দুবাই কাণ্ডের পরে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। তবে সেদিকে তার মোটেও ভ্রুক্ষেপ নেই। ইংল্যান্ডের পরে এই মুহূর্তে আরও একটি সফলতার খোঁজে রয়েছেন তিনি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!