দেবহাটায় বিপুল পরিমাণ আম বিনষ্ট

কর্তৃক Abdur Rahman
০ কমেন্ট 78 ভিউস

ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ক রাসানিক মিশ্রিত আম জব্দ করেছে প্রশাসন। সোমবার সকালে (১মে) দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেন। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় অপরিপক্ক আম রাজধানীতে প্রেরণ করছেন অস্বাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার অভিযান চালিয়ে সখিপুর মোড় থেকে একটি আমের ট্রাক জব্দ করা হয়। যার মধ্যে ৩২৪ টি প্লাস্টিকের ক্যারেটে ৭টন রাসানিক মিশ্রিত অপরিপক্ক পাঁকা আম জব্দ করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, অভিযান চালিয়ে অপরিপক্ক এবং রাসায়নিক দিয়ে পাঁকানোর জব্দ পরবর্তী দেবহাটা ফুটবল মাঠ বিনষ্ট করা হয়েছে।তিনি আরও বলেন এসব রাসায়নিক আম রপ্তানি করে অসাধু ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অর্থ আয় করছে,কিন্তু এসব আম খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। বিদেশে রপ্তানি করছে এই রাসায়নিক যুক্ত আম। এতে করে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে দেশের মান। এই অভিযান চলমান থাকবে নিদিষ্ট সময় পর্যন্ত।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!