দেবহাটায় যক্ষা, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ ওরিয়েন্টেশ

কর্তৃক porosh
০ কমেন্ট 31 ভিউস

স্টাফ রিপোর্টার দেবহাটা:

জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মস‚চি ও ব্রাকের আয়োজনে যক্ষা, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ কার্যক্রমের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৫মার্চ বুধবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে সখিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার শ্যামলী হালদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ।

প্রধান আলোচক হিসাবে যক্ষা সহ বিভিন্ন রোগের উপর বক্তব্য রাখেন খুলনা স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় টিবি কনসালট্যান্ট পরিচালক ডাঃ শাহ মেহেদী বিন জহুর। বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ ত্রিতীর্থ ঘোষ, সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মোঃ সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস জেলা প্রোগ্রাম অর্গানাইজার উজ্জ্বল কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যক্ষা ও কুষ্ট নিয়ন্ত্রন সহকারী মিঠুন কুমার সরদার, ইউপি সদস্য গ্রাম ডাঃ নজরুল ইসলাম, গ্রাম ডাঃ শোকর আলী, আবীর হোসেন লিয়ন, গ্রাম ডাঃ শফিকুল ইসলাম ও ফিল্ড অর্গানাইজার মিরা খাতুন সহ দেবহাটা উপজেলার গ্রাম ডাক্তারবৃন্দ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!