দেবহাটার হীরারচকে বিদ্যুৎ স্পৃষ্টে দুই মৎস্য ঘের কর্মচারী নিহত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 40 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলার হীরারচক চিংড়ি ঘের থেকে দুই মৎস্য ঘের কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছেন।
নিহতরা হলেন, নুরুল হক (৫৫) ও রাধা পদ (৩৮)। তবে, তাদের বাবার নাম ও বাড়ি কোথায় তা কেউ জানাতে পারেননি। তারা দু’জনই সাতক্ষীরার জনৈক আরিফুজ্জামানের হীরারচকের মৎস্য ঘেরের কর্মচারী।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। নিহত একজনের নাম নুরুল হক ও অপর জনের রাধাপদ। এর চেয়ে বেশী কিছু জানা যায়নি। ওসি বলেন তাদের দেহে পোড়া পোড়া দাগ রয়েছে। প্রথমিভাবে ধারনা করা হচ্ছে ঘেরের বৈদ্যুতিক তার ষ্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে।
তবে, ময়না তদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে আরো জানান এই পুলিশ কর্মকর্তা।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!