দেবহাটায় ঘরে অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 82 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটার ঘড়িয়াডাঙ্গায় সাইফুল ইসলাম (২৭) নামের এক ব্যাক্তির বসত ঘরে অগ্নিসংযোগ করেছে দূবৃর্ত্তরা। ক্ষতিগ্রস্থ সাইফুল ইসলাম দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা গ্রামের শাহাবুদ্দীন নিকারীরর ছেলে। শনিবার .দিবাগত রাত দেড়টার দিকে সাইফুল ইসলামের বসত ঘরে অগ্নিসংযোগ করে দূবৃর্ত্তরা। এঘটনায় পুড়ে গেছে সাইফুল ইসলামের বসত ঘরের মধ্যে থাকা বিভিন্ন মুল্যবান মালামাল। ভুক্তভোগী সাইফুল ইসলাম জানায়, ইতোপূর্বেও একাধিকবার তার ঘরে আগুন দিয়েছে দূবৃর্ত্তরা। পুর্ব বিরোধের জের ধরে স্থানীয় তার কয়েকজন প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তার বসত ঘরে আগুন দিয়েছে । এঘটনায় স্থানীয় সিরাজ নিকারীর স্ত্রী মায়া খাতুন, ছেলে আব্দুল মান্নান, মৃত তাইজুদ্দিন কারিকরের ছেলে শাহআলম ওরফে বাবু এবং মৃত মঙ্গল বিশ্বাসের ছেলে আব্দুল গফফারের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!