দেবহাটা ব্যুরো: দেবহাটার বিভিন্ন স্কুলে পড়ুয়া দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১২টায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি উপজেলার বিভিন্ন স্কুলের দুঃস্থ ও মেধাবী ২১ জন শিক্ষার্থীদের হাতে স্কুলে যাতায়াতের জন্য প্রয়োজনীয় বাই সাইকেল তুলে দেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট সহ এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দেবহাটায় দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরন


পূর্ববর্তী পোস্ট