দেবহাটা ব্যুরো: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষে দেবহাটাতে পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভাটিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোসলেহ উদ্দীন মুকুল, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নওয়াব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, উপজেলা যুবলীগের সাবেক সাধার সম্পাদক মনিরুল ইসলাম মনি সহ অন্যান্য আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেবহাটায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উদযাপনে আ’লীগের বিশেষ বর্ধিত সভা


পূর্ববর্তী পোস্ট