দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 60 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির আয়োজনে গাজিরহাট বাজারস্থ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিকাল ৪ টায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির উপদেষ্টা আলমগীর হোসেন সাহেব আলী।
এ সময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেবহাটা বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির সহ-সভাপতি সেলিম হোসেন, সাধারন সম্পাদক ইশারাত আলী গাজী, যুগ্ন-সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, লাইন সম্পাদক আহম্মাদ আলী, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম সহ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!