দেবহাটা ব্যুরো: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকার জনসাধারনের বাড়ীতে বাড়ীতে গিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। বুধবার সকাল থেকে দেবহাটা সদরের উপজেলা সংলঘœ জনসাধারনের বাড়ী বাড়ী গিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও মানুষকে সচেতন হওয়ার আহবান জানান ইউএনও সাজিয়া আফরীন। এসময় দেবহাটা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেবহাটায় বাড়ি বাড়ি গিয়ে ইউএনও সাজিয়া আফরীনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

