দেবহাটায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 69 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটায় মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে পুলিশ সদস্যদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের বহু কাঙ্খিত তালিকা যাচাই বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন পরবর্তী প্রথম দিনে কুলিয়া ও সখিপুর ইউনিয়নের ৪২ জন মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাই করা হয় এবং ক্রমান্বয়ে অন্যান্য ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের তালিকাও যাচাই বাছাই করা হবে। এসময় দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি সহ যাচাই বাছাই কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী সরদার এবং সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!