দেবহাটা গোকুল আনন্দ মন্দিরের আয়োজনে জন্মাষ্টমী পালিত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 61 ভিউস

জগন্নাথ রায়: আজ শুক্রবার ২৩ আগস্ট দেবহাটা শ্রী শ্রী গোকুল আনন্দ মন্দিরের আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৫ তম জম্ম জয়ন্তী উৎসব পালিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি উৎযাপন করা হয়।এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পূজা সহ নানা কর্মসূচি নেওয়া হয়।হিন্দু শাস্ত্র মতে, ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জম্ম গ্রহন করেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস পশবিক শক্তি যখন সত্য ও সুন্দর কে গ্রাস করতে উদ্যত হয়ে ছিল।তখন সেই শক্তি কে দমন করে মানবজাতির কল্যান প্রতিষ্ঠায় মহাঅবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটে ছিল। দুষ্টের দমন করতে এভাবে ই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসে এরংসত্যও সুন্দর কে প্রতিষ্ঠা করেন বলে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে। উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্হিত ছিলেন গোকুল আনন্দ আশ্রমের গুরুমহারাজ তপন গোস্বামী,স্বপন গোস্বামী,রতন গোস্বামী এবং গুরুপুত্র সঞ্জয় গোস্বামী,গোবিন্দ গোস্বামী,গোপাল গোস্বামী। আরও উপস্হিত ছিলেন গোকুল আনন্দ মন্দিরের সভাপতি ডাঃ দেবপ্রসাদ মন্ডল, খ্যাতিসম্পূর্ন চিকিৎস ডাঃ কিংকর ঘোষ,ওসি তদন্ত উজ্জাল মিত্র। গোকুর আনন্দ মন্দিরের সাংকৃতিক সম্পাদক বাবু বাদল রায়,গোকুল আনন্দ মন্দিরের ম্যানেজার কার্তিক দাশ, ডাঃ সুজিত বিশ্বাস, গৌর চন্দ্র পাল,গোবিন্দ বিশ্বাস,ডাঃ গৌরঙ্গমহন ঘোষ,শুভংকর রায় অনিক দত্ত, সুব্রত বসাক, প্রশান্ত বিশ্বাস,দীপঙ্কার রায়,নারায়ন দাস গোপাল দাস, সহ আরও কনেক ভক্তবিন্দ।দেশ ওজাতির মঙ্গল কামনা করে প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!