নড়াইলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

কর্তৃক porosh
০ কমেন্ট 45 ভিউস

নড়াইল সংবাদদাতা:

সারা দেশের ন্যায় নড়াইলেও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে দ্রুত জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন, শিক্ষায় বিনিয়োগে ইউনেস্কো আইএলওর সুপারিশ বাস্তবায়ন এবং সবার জন্য শিক্ষা গ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করারদাবীতে ১৩ মার্চ সোমবার শহরের রুপগজ্ঞ থেকে বিক্ষোভ মিছিল করে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রধান করে শিল্পকলা একাডেমি চত্বরে সমাবেশ করে।

সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির নড়াইল শাখার সভাপতি ফকির ওহিদুজ্জামান বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দিয়ে। পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২০ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। স্মার্ট শিক্ষক পেতে শিক্ষার বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোন বিকল্প নেই। তাই শিক্ষক সমাজ প্রধানমন্ত্রির কাছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি করছি।

এ সময় শিক্ষক নেতা ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!