পছন্দের নাম্বার প্লেট পেতে চিরঞ্জীবীর ৬ লাখ খরচ

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 67 ভিউস

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। অভিনয় ক্যারিয়ারে চার দশকের বেশি সময় পার করেছেন। দীর্ঘ এই জার্নিতে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই শিল্পী। বিনিময়ে পেয়েছেন মানুষের মুঠো মুঠো ভালোবাসা, অর্থ, যশ-খ্যাতি। ব্যক্তিগত জীবনে বিলাসী জীবন যাপন করেন তিনি। চিরঞ্জীবীর সংগ্রহে বেশ কটি বিলাসবহুল গাড়ি রয়েছে। এ অভিনেতা ১.২ কোটি রুপিতে টয়োটা ভেলফায়ার গাড়ি কিনেছেন। তেলেগু তারকাদের কাছে এ গাড়ি দারুণ জনপ্রিয়। এ গাড়ির নাম্বার প্লেট হলো টিএস০৯ জিবি১১১১। মজার ব্যাপার হলো, পছন্দের এই নাম্বার প্লেট পেতে ৪ লাখ ৭০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ টাকার বেশি) খরচ করেছেন এই অভিনেতা। ভেলফায়ার ছাড়াও চিরঞ্জীবীর সংগ্রহে আরো ব্যয়বহুল গাড়ি রয়েছে। যেমন টয়োটা ল্যান্ড ক্রুজার, রোলস রয়েসের মতো বিলাসবহুল গাড়ির মালিক তিনি। জুনিয়র এনটিআরের সংগ্রহেও ভেলফায়ার গাড়ি রয়েছে। সম্প্রতি এ গাড়ি তাকে চালাতে দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে গালতে ডটকম। চিরঞ্জীবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরিয়া’। চলতি বছরের ১৩ জানুয়ারি মুক্তি পায় এটি। সিনেমাটিতে ৩৬ বছর বয়সী শ্রুতির সঙ্গে রোমান্স করেন ৬৭ বছর বয়সী চিরঞ্জীবী। বর্তমানে ‘ভোলা শঙ্কর’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!