ফিরোজ হোসেন: সাতক্ষীরায় “সততা ষ্টোর” উদ্বোধন ও দূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের আয়োজনে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক ফয়সাল কাদের। তিনি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ে যে সততা ষ্টোরটি উদ্বোধন করা হয়েছে, শিক্ষার্থীরা এখান থেকে সততার চর্চা শিখবে। সততা ও শিক্ষার আলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে। শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। শিক্ষার্থীদের আদর্শ জীবন গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হীরা খাতুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যাপিকা মুর্শিদা আক্তার, দুদক খুলনার সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলান, পরিচালনা পরিষদের সদস্য জাহিদ হোসেন আলতু, দাতা সদস্য শাহ আলম হাসান শানু, অভিভাবক সদস্য নীলা চৌধুরী। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন সততা সংঘের সদস্য বিদ্যালয়ের শিক্ষার্থী বাদশা ফয়সাল ও ছামিয়া খাতুন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হামিদ আল হাফিজ।
পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজে “সততা ষ্টোর” উদ্বোধন ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা

পূর্ববর্তী পোস্ট