সচ্চিদানন্দদেসদয়: ইউকে এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের এর সহযোগিতায় পল্লী চেতনা কর্তৃক বাস্তবায়িত APLE প্রকল্পের আওতায় গরু মোতাতাজা করণ বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরায় জোড়দিয়ায় পল্লী চেতনা নারী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দু’দিনের এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
আশাশুনি ও সদর উপজেলার ৩০টি ভূমিহীন প্রান্তিক ও জলমহাল দলের ৩০ জন সুবিধাভোগী সদস্যদের সমন্বয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার পরিচালক মোঃ আনিছুর রহমান। তিনি সংক্ষিপ্তভাবে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যসহ প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক ছিলেন, আশাশুনি উপজেলা উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা এসএম তোফায়েল আহমেদ। দ্বিতীয় দিন প্রশিক্ষক ছিলেন সাতক্ষীরা সদরের উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর ছিলেন APLE প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী এবং কোর্স সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন ফাইন্যান্স এন্ড এ্যডমিন অফিসার পরিমল কুমার ঢালী। প্রশিক্ষণে গরু নির্বাচন, ক্রয় ও বিক্রয়, গরুর বাসস্থান, যত্ন ও পরিচর্যা, কৃমি ও তার প্রতিকার, গরুর রোগ, রোগের কারণ, রোগের প্রকারভেদ, সংক্রামক রোগের টিকা, খাদ্য ও তার প্রকারভেদ, খাদ্য উপাদান ও তার কার্যাবলী, গরুর খাদ্য চাহিদা নিরুপন, খাদ্য প্রস্তুতের শর্তাবলী, সবুজ ঘাস উৎপাদন ও সরবরাহ, কাচা ঘাস সংরক্ষণের গুরত্ব ও পদ্ধতি, ভেজা খড় সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি, ইউরিয়া ও চিটাগুড় মিশ্রিত খড় প্রস্তুত ও প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পল্লী চেতনা APLE প্রকল্পের গরু মোটাতাজাকরন বিষয়ক প্রশিক্ষণ


পূর্ববর্তী পোস্ট