পশ্চিম সুন্দরবনে নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 149 ভিউস

শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পাচারকারীদের কবল থেকে চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করেছে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরের দিকে সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে আলামিন সরদারের পুকুর হতে চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। তবে, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার (পিও) মোঃ আতিয়ার রহমান জানান, কাঠ পাচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৫ খন্ড মূল্যবান সুন্দরী কাঠ জব্দ করা হয়। চোরাই কাঠ কোবাতক বন অফিসে হস্তান্তর করা হয়েছে। কাঠ পাচারের সাথে জড়িতদের পাকড়াবার চেষ্টা চলছে তিনি জানান।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!