পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কর্তৃক porosh
০ কমেন্ট 26 ভিউস

প্রমথ সানা, পাইকগাছা থেকে:

পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন, প্যানেল উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সিপিপি’র সহকারী পরিচালক মামুনুর রশীদ, ইউআরসি ইনস্ট্যাক্টটর ঈমান উদ্দিন, রেডক্রিসেন্ট কর্মকর্তা জহিরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, প্রাক্তন সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, উপজেলা সিপিপি টিম লিডার আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য খুকুমনি, সিপিপি’র এস এম কবির হোসেন, আশরাফুজ্জামান টুটুল, ও নয়ন মনি বিশ্বাস প্রমুখ। এছাড়া পৌরসভা সহ ১০ ইউনিয়নের সিপিপি’র টিম লিডার ও সহ সদস্যরা উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!