পিএসএলে হাসান আলির স্ত্রীকে নিয়ে ‘ইঙ্গিতপূর্ণ মন্তব্য’ ধারাভাষ্যকারের, বিতর্ক 

কর্তৃক porosh
০ কমেন্ট 31 ভিউস

স্পোর্টস ডেস্ক:

চলতি পাকিস্তান সুপার লিগে ধারাভাষ্য দিতে গিয়ে বিতর্কের জন্ম দিলেন ধারাভাষ্যকার সাইমন ডুল। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার এর আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে স্বার্থপর বলেছিলেন। এবার পাকিস্তানের আরেক ক্রিকেটার হাসান আলির স্ত্রীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এবার বিতর্কের জন্ম দিলেন ডুলি। এবারও ধারাভাষ্য দেওয়ার সময়ই এমন কাণ্ড ঘটালেন তিনি।

পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানের ম্যাচ চলছিল। সেই ম্যাচে ইসলামাবাদ হারিয়ে দেয় মুলতানকে। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ডুল। ইসলামাবাদ দলের ডাগ আউট এবং সমর্থকদের দেখানো হচ্ছিল। পাকিস্তানের পেসার হাসান আলির স্ত্রী সামিয়া আরজুকে তখন দেখানো হয়। ইসলামাবাদের জার্সি পরেছিলেন তিনি। সেই সময় ডুল বলেন, “উনি জিতে নিয়েছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, বেশ কয়েকজনের হৃদয়ও জিতে নিয়েছেন উনি। দুর্দান্ত। অপূর্ব। জয়টাও দুর্দান্ত।”

ডুলের সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। অনেকেই মনে করছেন, ডুলের এই মন্তব্য নিছক প্রশংসা নয়। পাকিস্তানের ক্রিকেটারের স্ত্রীর প্রতি অশালীন ইঙ্গিত রয়েছে এর মধ্যে। ধারাভাষ্য দিতে গিয়ে কোনও নারীকে নিয়ে এভাবে মন্তব্য করা উচিত হয়নি।

এর আগে বাবরের খেলা নিয়ে সমালোচনা করেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। বাবরের দল ২০ ওভারে ২৪০ রান তুলেও হেরে গিয়েছিল। বাবর শতরান করেছিলেন। কিন্তু ডুলের অভিযোগ শতরান করার জন্য মন্থর গতিতে খেলছিলেন বাবর। পাকিস্তানের অধিনায়ক সাবধানী হয়ে যাওয়ার কারণেই কিছু রান কম ওঠে দলের। ডুল বলেন, “দলকে আগে রাখা উচিত ছিল। শেষ দিকে সেটা হল না। হাতে উইকেট ছিল। তা-ও বাউন্ডারি মারার দিকে নজর দিল না। শতরান সকলেই চায়। স্কোরবোর্ডে দেখতে ভাল লাগে। কিন্তু দলকে আগে রাখা উচিত।”

নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ৩২টি টেস্ট এবং ৪২টি একদিনের ম্যাচ খেলেছেন। ডানহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৪টি উইকেটের মালিক। ১৯৯২ সালে অভিষেক হয় তার। ২০০০ সালে নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। সূত্র: এনডিটিভি, লেটেস্টলি, পাকপ্যাসন



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!