পিসিবি চেয়ারম্যানের দাবি: আইপিএলের চেয়েও জনপ্রিয় পিএসএল

কর্তৃক porosh
০ কমেন্ট 39 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আইপিএলের চেয়েও পিএসএলের জনপ্রিয়তা বেশি বলে দাবি করছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। গতবারের আইপিএলের চেয়ে এবারের পিএসএলের ডিজিটাল রেটিং বেশি হওয়ায় এমন মন্তব্য করেছেন পাক বোর্ড প্রধান। শুধু তাই নয়, পাকিস্তান সুপার লিগ দেশটির অর্থনৈতিক অবকাঠামো উন্নতিতেও ভূমিকা রাখছে বলে জানান নাজাম শেঠি।

দিন দিন জনপ্রিয়তা বাড়ছে পাকিস্তান সুপার লিগের। তবে, শোনা যাচ্ছে আইপিএলের চেয়েও নাকি বেশি জনপ্রিয় পিএসএল। এমন কথা শুনে নিশ্চয়ই চোখ চড়কগাছ হওয়ার দশাই হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভক্তদের। তবে, এমনটাই দাবি করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।

ডিজিটাল রেটিংয়ে এবারের পিএসএল গতবারের আইপিএলের চেয়ে ১৩০ রেটিংয়ের তুলনায় বেশি রেটিং পেয়েছে। এক জরিপে উঠে এসেছে পিএসএলের এবারের রেটিং ছাপিয়ে গেছে আইপিএলকে। ১৫০ রেটিং পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ে এগিয়ে গেছে পিএসএল। এছাড়াও দেশটির সুপার লিগের জনপ্রিয়তা বাড়াতে কাজ করছে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি বলেন, ‘১৫০ মিলিয়নের বেশি মানুষ ডিজিটাল মাধ্যমে এটি (পিএসএল) দেখেছে। এটা ছোট কোনো ব্যাপার নয়। একই পর্যায়ে আইপিএলের ডিজিটাল রেটিং ছিল ১৩০ মিলিয়ন এবং পিএসএলের ১৫০ মিলিয়নের বেশি। তাই এটাকে পাকিস্তানের জন্য বড় সাফল্য বলাই যায়।’

পিএসএল শুধু আইপিএল এর চেয়ে জনপ্রিয়ই নয়, এই লিগ দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতিতে প্রভাব ফেলেছে এবং সাহায্য করেছে সেটাও তুলে ধরেন তিনি।

নাজাম শেঠি বলেন। ‘পিএসএল দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে অবদান রেখেছে কারণ এটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং পর্যটন, হোটেল শিল্প, বিমান সংস্থা এবং সড়ক ভ্রমণ ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করেছে। আমরা কেন্দ্রীয় সরকারকে কর বাবদ ৭০ কোটি টাকা, বিক্রয় কর বাবদ ৫০ কোটি টাকা এবং প্রাদেশিক কর বাবদ আরও ৫০ কোটি টাকা দিয়েছি।’

এছাড়াও এই লিগ ঘিরে একটি অপশনও রাখা হয়েছে। লিগের কিছু ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করার দাবি জানানো হয়েছে। পিএসএলে তিনটি বেটিং সংস্থার স্পনসরশিপ প্রসঙ্গে শেঠি স্পষ্ট করে বলেছেন, পিসিবি প্রধান হওয়ার আগের এই চুক্তিগুলি পর্যালোচনা করা হবে। দেশের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে কোনও কাজ করবে না পিসিবি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!