প্রাথমিক শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার খবর গোপন রাখলেন প্রধান শিক্ষক!

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 97 ভিউস

প্রধান প্রতিবেদক: ২০১৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা হয়েছে গত ২৪ মার্চ। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে তিন শিক্ষার্থী। অথচ দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বলে ফলাফল ঘোষনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তনিমা পারভীন। এক শিক্ষার্থীর ফলাফল গোপন করেন প্রধান শিক্ষক। এমন অভিযোগ করেন পুষ্পকাটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর মোহাম্মদ গাজী।
তিনি বলেন, ৩-৪ দিন আগে ওই শিক্ষার্থী আশিকুর রহমানের বাবা ফজলুর রহমান আমার কাছে এসেছিলেন। তিনি রিজাল্টের একটা কপি আমাকে দিয়ে বলেন, প্রধান শিক্ষিক আমার ছেলের ফলাফল গোপন করেছেন। রেজাল্ট তালিকায় আমার ছেলে বৃত্তি পেলেও ফলাফল ঘোষনায় তার নাম প্রকাশ করা হয়নি। ৮ মাস পর জানতে পারলাম আমার ছেলে বৃত্তি পেয়েছে।
তিনি আরও বলেন, আশিকুর রহমান খুব মেধাবী শিক্ষার্থী। সে বৃত্তিপাবে এমন ধারণা ছিল সবার। তবে ফলাফল ঘোষনার সময় তার নাম না থাকায় সকলে হতাশ হয়েছিল। পরবর্তীতে তার বাবা খোঁজ নিয়ে রেজাল্ট তালিকা বের করে দেখে তার সন্তানও বৃত্তি পেয়েছে। ঘটনাটি জানার পর কোন পদক্ষেপ নিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে পুষ্পকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তনিমা পারভীন বলেন, বিদ্যালয় থেকে তাসনিয়া সুলতানা তিশা, রুপালী খাতুন ও আশিকুর রহমান বৃত্তি পেয়েছে। ফলাফল প্রকাশ হয়েছে চলতি বছরের ২৪ মার্চ। ফলাফলের সময় তিন শিক্ষার্থীর নাম ঘোষনা করা হয়। কোন শিক্ষার্থীর ফলাফল গোপন করা হয়নি।
ফলাফল গোপনের বিষয়ে দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার বলেন, ৩-৪ দিন আগে ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তনিমা পারভীনের সঙ্গে কথা বলা হয়। জানতে চাওয়া হয়, বিদ্যালয় থেকে তিনজন বৃত্তি পেয়েছে তবে দুই জনের ঘোষনা করা হলো কেন ? তখন প্রধান শিক্ষক তনিমা পারভীন বলেন, এটা আমার ভুল হয়েছে। এছাড়া ওই শিক্ষার্থীর পরিবারের কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। এ বিষয়ে মৌখিকভাবে প্রধান শিক্ষক তনিমা পারভীনকে তিরষ্কার করা হলেও লিখিতভাবে কোন চিঠি ইস্যু করা হয়নি।
তবে এ ব্যাপারে শিক্ষার্থী আশিকুর রহমানের বাবা কলারোয়া সদরের ভুমি অফিসের নায়েব ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফলাফল গোপন করার বিষয়ে কোন কথা বলতে চাননি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!