বিএনপি নেতা নীরবকে তুলে নেওয়ার অভিযোগ

কর্তৃক porosh
০ কমেন্ট 20 ভিউস

জাতীয় ডেস্ক:

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নীরবকে পু‌লিশ নিয়ে গেছে অভিযোগ করেছে দলটি।

শনিবার (৪ মার্চ) বিকেল ৩টার প‌র তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বিএন‌পির একা‌ধিক সি‌নিয়র নেতা।

প্রত্যক্ষদর্শী বিএনপি নেতাকর্মীরা জানান, আজ দলের ঘোষিত পদযাত্রা কর্মসূচির প্রস্তুতিকালে নীরবকে পু‌লিশ ধ‌রে নি‌য়ে যায়। তা‌কে সোয়া তিনটার সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ নি‌য়ে যায় ব‌লেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপা‌রে যুবদল নেতা আমিনুল ইসলাম বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে সাইফুল আলম নীরব তুলে নিয়ে যায় পুলিশ। তাকে এমনভাবে তু‌লে নেওয়ার জন্য নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে নীরবকে আটকের প্রতিবাদে তেজগাঁও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!