বুধহাটা মন্দিরের ঘরে সাইন বোর্ড স্থাপন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 90 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালি মন্দিরের পুরোহিতদের বসবাসের জন্য নির্মীত ঘরে সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে মন্দির কমিটির পক্ষ থেকে সাইন বোর্ড স্থাপন করা হয়।
মন্দির কমিটি মন্দিরের পুরোহিতদের বসবাসের জন্য ৬ বছর আগে মন্দিরের নিজস্ব জমিতে দু’টি পাকাঘর নির্মান করেন। ঘর দু’টিতে পুজারি সুজয় ও তার মা মন্দির কমিটির অনুমতিক্রমে বসবাস করে আসছেন। ঘর দু’টিতে “দেবোত্তর সম্পত্তির উপর মন্দিরের অর্থে নির্মীত বাড়ি বিধায় বিক্রয় কিংবা ভাড়ার যোগ্য নহে” লেখা সম্বলিত সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, উপদেষ্টা নিমাই পাল, অভিজিৎ দেবনাথ, সাধারণ সম্পাদক বিভাস দেবনাথ, যুগ্ম সম্পাদক চন্দন দেবনাথ, শিমুল দেবনাথ, কল্যান দেবনাথ, অজয় পাইন, স্বাগতম চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!