বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ আটক ১

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 64 ভিউস

শার্শা (যশোর) প্রতিবেদক: যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ বিপ্লব হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে তাকে আটক করা হয়। আটক, বিপ্লব হোসেন বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আটক বিপ্লব হোসেন পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন মাদক ব্যাবসা করে আসছিলো, শুক্রবার গোপন খবরে পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের পূর্বপাড়া তার নিজ বাড়ির সামনে কাচা রাস্তা উপর থেকে ১০ কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!