বৈশাখী গানে অপু-সাইমনের নাচ

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 61 ভিউস

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরই মধ্যে তার অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং শেষ হয়েছে। পয়লা বৈশাখে সিনেমাটির প্রথম গান মুক্তি পাবে। ‘রঙে রঙে সঙে সঙে’ শিরোনামের বৈশাখী এই গানে কোমর দুলিয়েছেন সাইমন-অপু।

ইমন সাহার সংগীতায়োজনে এ গানে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা এবং জেসি মোশাররফ। এ গানের কথা রচনা করেছেন সিনেমাটির নির্মাতা বন্ধন বিশ্বাস। গানটিতে অপু বিশ্বাস-সাইমন ছাড়াও সুমিত ও দোয়েলকে নাচতে দেখা যাবে।

সিনেমা প্রসঙ্গে বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে।’

অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!