ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক টিকিয়ে রাখতে মোদিকে অনুরোধ আফ্রিদির

কর্তৃক porosh
০ কমেন্ট 48 ভিউস

স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের এখনও অবসান হয়নি। পাকিস্তানের মাটিতে ভারতের সফর না করার আপত্তি নিয়ে এবার কথা বলেছেন সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন, দু’দেশের মধ্যে যেন ক্রিকেট সিরিজ টিকে থাকে।

আগামী অক্টোবরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এ টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে ভারত সেখানে খেলতে আপত্তি জানিয়েছে। তাতে টুর্নামেন্টের ভেন্যু অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার গুঞ্জন উঠেছিল। অন্যদিকে পাকিস্তানও এশিয়া কাপ আয়োজন নিয়ে অনড়। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে তারাও বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর মাঝে একবার দুই বোর্ডের সঙ্গে বসেও এ সমস্যার সমাধান করতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এদিকে সম্প্রতি কাতারে শেষ হওয়া লেজেন্ডস লিগে খেলতে যাওয়া পাকিস্তানের শহীদ আফ্রিদি গণমাধ্যমের মুখোমুখি হলে তাকে এসব বিষয়ে প্রশ্ন করা হয়। প্রসঙ্গ ওঠে পাকিস্তান সফরে না যাওয়ার পেছনে ভারতের কূটনৈতিক সিদ্ধান্তের।

এমন প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করে আফ্রিদি বলেন ,‘মোদি সাহেবের কাছে অনুরোধ করব। দয়া করে ক্রিকেট হতে দিন। চলতে দিন। দুদেশের মধ্যে সম্পর্ক বাড়তে দিন। যাতে আমরা উদযাপন করতে পারি।’

২০০৮ সালের পর পাকিস্তানে আর সফর করেনি ভারত। শেষবার ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০১৩ সালে। ভারত-পাকিস্তানের মাঠের দেখা যা হয় তা শুধু আইসিসির বড় টুর্নামন্টেগুলোতে।

পাকিস্তান যেভাবে হুমকি উপেক্ষা করে ভারত সফর করেছে, তাদেরও একই কাজ করা উচিত বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘আপনারা শুধু পাকিস্তানে দল পাঠান, দেখুন আমরা কেমন আতিথেয়তা দেই। এর আগে ভারত সফরের আগে মুম্বাইয়ের একজন ভারতের মাটিতে আমাদের মেনে নেবে না বলে হুমকি দিয়েছিল। আমরা সেই হুমকি উপেক্ষা করে পাকিস্তান সরকারের দায়িত্বে ভারতে সফরে গিয়েছিলাম। হুমকির কারণে সম্পর্ক নষ্ট করা উচিত নয়।’

এরপর ২০০৫-২০০৬ সালের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত সিরিজের কথা স্মরণ করে আফ্রিদি বলেন, ‘সেই সময় বড় মিডিয়ার লোকজন এসেছিলেন। হরভজন, যুবরাজ এবং অন্যান্য খেলোয়াড়রা বাইরে গিয়ে কিছু কিনতেন। তারা যখন রেস্টুরেন্টে যেতেন তখন কেউ তাদের কাছ থেকে টাকা নিত না। এটাই দুই দেশের সৌন্দর্য।’



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!