ভুল ছবি অস্কারে পাঠানো হচ্ছে: এ আর রহমান

কর্তৃক porosh
০ কমেন্ট 44 ভিউস

বিনোদন ডেস্ক:

‘নাটু নাটু’ ও ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’-এর হাত ধরে ভারতে এসেছে অস্কার অ্যাওয়ার্ড। যদিও সেরা তথ্যচিত্র বিভাগে থেকেও ছিটকে গেছে বাঙালি শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। আপাতত দুই অস্কারেই মজে রয়েছেন দেশবাসী। তবে খ্যাতনামা সংগীতশিল্পী এ আর রহমান মনে করেন অস্কারের জন্য ভুল ছবির মনোনয়ন পাঠানো হয়েছে। সম্প্রতি সংগীতশিল্পী এল সুব্রহ্মণ্যমের সঙ্গে কথোপকথনে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন গ্র্যামি ও অস্কারজয়ী এই সংগীতশিল্পী।

এ আর রহমান বলেন, ‘কখনো কখনো দেখছি অস্কারের জন্য মনোনীত হয়ে চলে যাচ্ছে, কিন্তু সেগুলো শেষপর্যন্ত পাচ্ছে না। আমার কখনো মনে হয় ভুল ছবি অস্কারে পাঠানো হচ্ছে। আমার তো কখনো কখনো মনে হয় অন্য লোকের জায়গায় থেকে নিজেদের বিচার করতে হবে। ওয়েস্টমেয়ারের জায়গায় যদি রাখি তাহলেই আসলে ঠিক-ভুল বুঝতে পারব।’

আমি যখন কাজ শুরু করি, সে সময়টা ছিল দুই যুগের সন্ধিক্ষণ। যে সময় মিউজিকের প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে। আগে মিউজিক করতে গেলে অর্কেস্ট্রা ব্যবহার হতো, সেটা ছিল অনেক খরচ সাপেক্ষ। তবে এখন সেই যন্ত্রগুলোই অনেক ছোট হয়ে গিয়েছে, যেটা সুবিধাজনক। আর তা ছাড়া আমিও গবেষণা করে কাজ করতে গিয়ে বহুবার বিফল হয়েছি। তবে মানুষ বিফলতার দিকে তাকায় না, সফলতাগুলোই মনে রাখে। স্টুডিওর মধ্যে অনেক কিছুই ঘটে যায়। কখনো কিছু বানাই, আবারও সেটা ফেলে দিয়ে নতুন করে শুরু করি। বারবার সেটা করতে থাকি। এই সুযোগটা আমি পাই, কারণ বাড়িতেই স্টুডিও রয়েছে।

রহমানের কথায়, ‘তবে এটা ভীষণভাবেই সত্যি, প্যাশান থাকলেই হয় না, আগে টাকা প্রয়োজন। তবে আমার বারবার মনে হয়, যখন পশ্চিমের দেশগুলো পারছে, তখন আমরা কেন নয়! আমরা যদি ওদের মিউজিক শুনি, তাহলে ওরা কেন শুনবে না? আমার সবসময়ই মনে হতে থাকে, কীভাবে আরও ভালো মানের মিউজিক তৈরি হবে! কীভাবে সেগুলো ঠিকভাবে ছড়িয়ে দেয়া হবে!’ এই প্রশ্নগুলোই আমার মধ্যে ঘুরপাক খেতে থাকে!’

সূত্র: হিন্দুস্তান টাইমস



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!