ভোমরা সীমান্তে গাঁজা ও ফেন্সিডিল সহ র‌্যাবের হাতে আটক-১

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 73 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা সীমান্তের স্থল বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি আটশো গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৬ এর একটি দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোমরা বিজিবি ক্যাম্পের সামনে কতিপয় ব্যক্তি মাদক ক্রয় – বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে র‌্যাব।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা সদর উপজেলার দাশপাড়া এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৪)।

র‌্যাব জানিয়েছে, এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল ফোর্সের সহায়তায় আসামী মোঃ সাইফুল ইসলামকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার করিতে সক্ষম হয়।
সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র‌্যাব।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!