ভ্রাম্যমান আদালতে ৪ হাজার কেজি আম বিনষ্ট

কর্তৃক Abdur Rahman
০ কমেন্ট 80 ভিউস

কিশোর কুমার: নিষিদ্ধ রাসয়নিক পদার্থ মোশানো আম বাজারজাত করার সময় ৪ হাজার কেজি জব্দ করে পিষ্ট করেছে ভ্রামম্যান আদালত। শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে আমগুলো রাজধানী ঢাকায় বাজারজাত করার সময় জব্দ করা হয়। শনিবার (২৯ এপ্রিল) সকালে তালা উপজেলা সহকারী ভুমি কমিশনার আরাফাত হোসেনের উপস্থিতে ভ্রামম্যান আদালতের মাধ্যমে সেগুলি পিষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা কাঞ্চন কুমার রায়, ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ কুমার অধিকারী, উপ-পরিদর্শক সোলাইম্যান কবিরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সরকারী নির্দেশনা অমান্যকরে কিছু অসাধু ব্যাবসায়ী খাবার অনুপোযোগী আম রাসয়নিক পদার্থ মিশিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আম বাজারজাত করে আসছিল। গতকাল রাতে গোপন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম কুমিরা এলাকা থেকে একটি ট্রাক ভর্তি অনুমান ৪হাজার কেজি আম জব্দ করে। আজ সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতে সেগুলি পিষ্ট করা হয়। তিনি আরো জানান, নির্ধারিত সময়ের আগে আম ভাঙ্গাসহ কোন প্রকার ক্ষতিকর রাসয়নিক পদার্থ মেশালে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!