মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার রিপোর্ট পর্যালোচনা হচ্ছে: কামাল উদ্দিন

কর্তৃক porosh
০ কমেন্ট 51 ভিউস

জাতীয় ডেস্ক:

বাংলাদেশ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে রাজধানীর কারওয়ানবাজারে কমিশন কার্যালয়ে তার সঙ্গে ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূতরা বৈঠক করেন।

বৈঠক শেষে কামাল উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত মানবাধিকার রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও জানান, বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আগামী নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে কমিশনের ভূমিকা কূটনীতিকরা জানতে চেয়েছেন।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেটা জানানো হয়েছে।

কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের সংশয় আছে এমন কথা প্রকাশ করেননি। তবে আমাদের পদক্ষেপ কী হতে পারে, ওরা সেটা প্রকারান্তরে জানতে চেয়েছেন। আমরা বলেছি যে, আমরা অবশ্য চাই, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এদেশে হবে আর নির্বাচন কমিশন সেটার ব্যবস্থা করবে। দেশের মানুষ ভোট দিতে পারবে, আমরা একটা সঠিক নির্বাচন দেখতে পাব। এ প্রত্যাশা আমরা রাখি।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই কারও মানবাধিকার লঙ্ঘন হোক, কারও প্রতি অন্যায় করা হোক, কারও প্রতি নির্যাতন করা হোক সেটা আমরা চাই না। আজকেও বলেছি এবং আমরা সব সময় তাই বলে এসেছি।’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ৪ দেশের রাষ্ট্রদূত। প্রায় দেড়ঘণ্টার আলোচনা শেষে বিদেশি কূটনীতিকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেতে রাজি হননি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!