জি,এম, নজরুল ইসলাম, (শ্যামনগর) মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ পরিবেশ সুরক্ষা ও বর্জপাত রক্ষায় মুন্সিগঞ্জ ইউনিয়ন কুলতলী গ্রামে এগিয়ে এসেছে রাজ নাট্য একাডেমী। তালের বীজ রোপন সহ বিভিন্ন বৃক্ষরোপন করছেন তারা। সোমবার (১৬সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জ কুলতলী এলাকায় প্রায় ৫ শত তালের বীজ রোপন করা হয়েছে। সহযোগিতায় এগিয়ে আসছে এলাকার যুবসমাজ। বৃক্ষ রোপনে সাড়া ফেলেছে এলাকায়।২ হাজার তালবীজ এলাকায় রোপন করবেন বলে জানান দিলীপ রাজ। এ সময় উপস্থিত ছিলেন, গাছ প্রেমিক, গফফার আলী গাজী, হাফিজুর শেখ, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর গাজী, দবির সদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী সুজিত কুমার মাঝি, আসলাম গাজী, রাজমিস্ত্রি হিমনাথ মহালদার, আসমাতুল্লাহ গাজী, রাজ নাট্য একাডেমীর শিল্পী নির্দেশক, সাইদুর রহমান চুন্নু, সুজিত রায়, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম, জুহানি ও সাংবাদিক জি,এম, নজরুল ইসলাম। তালগাছ ও ফলজবৃক্ষ পরিবেশের সুরক্ষা, ছায়াশীতল বাতাস ও সুমিষ্ট ফলে মানুষের চাহিদা ও পুষ্টি মিটাবে। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে সবুজ দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান আগতরা।
মুন্সিগঞ্জ ইউনিয়নে পরিবেশ ও বজ্রপাত রক্ষায় তালের বীজ রোপন কর্মসূচী


পূর্ববর্তী পোস্ট