যে কোন সময়ের চেয়ে আওয়ামী লীগ শক্তিশালী-তৃনমূল

কর্তৃক porosh
০ কমেন্ট 49 ভিউস

আব্দুর রশিদ:

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সাতক্ষীরায় জনসভা ও জয় বাংলা কনসার্টে যোগ দিয়ে অন্য যে কোন সময়ের চেয়ে আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী বলে জানিয়েছেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ শাহাদাৎ হোসেন। এসময় তিনি আরও বলেন জননেত্রী চাইলে আওয়ামী লীগ আরও একটি মুক্তিযুদ্ধ করে জয়ী হতে পারে। জামায়ত-বিএনপির প্রতি হুংকার দিয়ে তিনি বলেন, আমাদের সংগঠন প্রাচীনতম সংগঠন। সংগ্রাম আমাদের রন্ধ্যে রন্ধ্যে। আপনাদের চক্রান্ত রাজপথে নষ্যাৎ করবো ইনশাল্লাহ।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বিশাল জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক মো. মমিনুর রহমান মুকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন প্রমূখ।

স্বাধীনতার মাস উপলক্ষে বিশাল জনসভা লোকে লোকারণ্য হয়ে জনসমূদ্রে পরিনত হয়। জনসভা শেষে ভারত-বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!