রাজশাহী বিশ্ববিদ্যালয়: প্রধান ফটকে সাংবাদিকের ওপর ফের হামলা

কর্তৃক porosh
০ কমেন্ট 34 ভিউস

জাতীয় ডেস্ক:

দুই ঘণ্টা বিরতির পর আবারও প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ হামালার ঘটনা ঘটে। এতে খসরু বাসার (৩২) নামে চ্যানেল টোয়েন্টিফোরের নওগাঁ অফিসের এক ক্যামেরা পারসন আহত হন।

এর আগে সকালে চ্যানেল টোয়েন্টিফোরের রাজশাহী প্রতিনিধি ও ক্যামেরা পারসনের ওপর হামলা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

চ্যানেল টোয়েন্টিফোরের নওগাঁ প্রতিনিধি হারুন আর রশিদ বলেন, সন্ধ্যার দিকে রাবির শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছিলেন। আমার ক্যামেরা পারসন এর ভিডিও ধারণ করছিলেন। এ সময় রাবি শিক্ষার্থীরা তাকে মারধর করেন। পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে। তবে কেমন আঘাত পেয়েছেন এখনো বলতে পারছি না। আমি তার কাছে যাচ্ছি। পরে বিস্তারিত জানতে পারবো।’

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ২টার দিকে তারা ফিরে যান। তবে সোয়া ২টার দিকে আবারও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিকেল সোয়া ৪টার দিকে ফিরে যান অন্দোলনকারীরা। সন্ধ্যার দিকে আবারও ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!